Wellcome to National Portal
Main Comtent Skiped

Beggar's rehabilitation and alternative employment

প্রাচীন কাল থেকেই মানব সমাজে ভিক্ষাবৃত্তি চলে আসছে। উপমহাদেশেও এর ইতিহাস দীর্ঘ দিনের। বৃটিশ ও পাকিস্তান আমলের শোষন, বঞ্চনা এবং নদী ভাঙ্গন, দারিদ্র্য, রোগ-ব্যাধি, অশিক্ষা ইত্যাদি কারণে ভিক্ষাবৃত্তির ব্যাপক বিস্তৃতি ঘটে। বর্তমান সময়ে কিছু মানুষের কর্ম বিমুখতা এবং একদল স্বার্থান্বেষী মহলের অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ভিক্ষাবৃত্তির ব্যাপক প্রসার ঘটেছে। ভিক্ষাবৃত্তি  একটি সামাজিক ব্যাধি। এটি স্বীকৃত কোন পেশা নয়। বর্তমানে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণ ঘটেছে। ভিক্ষাবৃত্তির লজ্জা থেকে দেশকে মুক্ত করার সময় এসেছে।

 

দেশে দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষ্যে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’’ শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। আগস্ট/২০১০ খ্রিঃ হতে কর্মসূচি’র কার্যক্রম শুরু হয়। ২০১০ সাল হতে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রম শুরু হলেও তা তেমন ব্যাপকতা পায়নি। বর্তমান জনবান্ধব সরকার ভিক্ষাবৃত্তির মত সামাজিক ব্যধিকে চিরতরে নির্মূলের বিষয়ে অত্যন্ত আন্তরিক। বিষয়টি বিবেচনায় এনেই ২০১৭-২০১৮ অর্থ বছরে প্রথম বারের মত দেশের ৫৮টি জেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিমিত্তে অর্থ প্রেরণ করা হয়। শুরু হতে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বরাদ্দ ও ব্যয়ের বিবরণ নিম্নরুপ-

ভিক্ষুক পুনর্বাসনের তথ্য

জামালপুর


ক্রঃ নং

উপজেলার নাম

মোট ভিক্ষুকের সংখ্যা

প্রাপ্ত বরাদ্দ

ব্যয়িত অর্থের পরিমাণ

অব্যয়িত অর্থের পরিমাণ

পুনর্বাসিত ভিক্ষুকের সংখ্যা

পুনর্বাসনের ধরণ

মন্তব্য

সদর

৯২২ জন

১০,৪৪,৪৬৫/-

৩,৫০,০০০/-

৬,৯৪,৪৬৫/-

৫৬ জন

নগদ অর্থ, ছাগল ক্রয় , সেলাই মেশিন বিতরণ


মাদারগঞ্জ

৯২ জন

৬,৫০,০০০/-

৪,০৪,৯৫০/-

২,৪৫,০৫০/-

৬২ জন

নগদ অর্থ, ছাগল ক্রয় , সেলাই মেশিন বিতরণ


মেলান্দহ

৪০২ জন

১৫,৮০,২৮৮/-

১০,৯৫,৫২০/-

৪,৮৪,৭৬৮/-

২৯৭ জন

গরু, ছাগল. হাঁস-মুরগি, মুদী দোকান, ভ্যান প্রদান, ক্ষুদ্র ব্যবসায় মালামাল প্রদান


ইসলামপুর

৭০৪ জন

৬,৫০,০০০/-

৫,৩০,০০০/-

১,২০,০০০/-

৮৩ জন

ছাগল ক্রয় , সেলাই মেশিন বিতরণ


সরিষাবাড়ি

১০০ জন

,৮৪,৩৯৩/-

২,৬০,০০০/-

৩,২৪,৩৯৩/-

২৬ জন

ছাগল ক্রয়, ভ্যানগাড়ী বিতরণ, হাঁস-মুরগি বিতরণ


দেওয়ানগঞ্জ

৮৫৪ জন

১১,৬৯,২৫৭/-

৫,২৮,০০০/-

৬,৪১,২৫৭/-

৩৪ জন

ছাগল পালন অটো রিক্সা বিতরণ, ক্ষুদ্র ব্যবসায় সহায়তা


বকশীগঞ্জ

২৫৮ জন

,৯৬,০০০/-

২,৯৪,০০০/-

,০২,০০০/-

২৫ জন

ছাগল ক্রয়, ভ্যানগাড়ী বিতরণ, চাউলের ব্যবসায় সহায়তা, হাঁস-মুরগি বিতরণ


মোট

৩৩৩২ জন

৬৩,৭৪,৪০৩/-

৩৪,৬২,৪৭০/-

২৯,১১,৯৩৩/-

৫৮৩ জন